জাহিদ আল হাসান, কুড়িগ্রামপ্রতিনিধিঃ
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে গা ঢাকা দিয়েছেন থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন। গত ৫ আগস্ট থেকে তিনি লাপাত্তা রয়েছেন।
পরিষদে চেয়ারম্যানের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন পরিষদের সচিব আবুল বাশার। তবে পরিষদের কার্যক্রম ব্যাহত হচ্ছে না বলে দাবি করেন তিনি।
চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ জনপ্রতিনিধি লাপাত্তা হওয়ায় পরিষদে সেবা নিতে নাগরিকরা বেকায়দায় পড়ছেন। জন্মসনদ, জাতীয়তা, ওয়ারিশ সনদসহ বিভিন্ন ধরনের প্রয়োজনে চেয়ারম্যানকে পাচ্ছে না তারা।
থানাহাট ইউনিয়নের বাসিন্দা বিপ্লব মিয়া, আজিজ মিয়াসহ অনেকে বলেন, বেশ কিছুদিন থেকে চেয়ারম্যানের কক্ষটি তালাবদ্ধ রয়েছে। জরুরি কাজে চেয়ারম্যানের কাছে এসে দেখা পাচ্ছি না। তিনি কোথায় আছেন, সে ব্যাপারেও কেউ কথা বলছেন না।
পরিষদের কার্যক্রম ঠিকঠাক চলছে দাবি করে থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন বলেন, আপনাকে কে বললো পরিষদে আমি নিয়মিত যাচ্ছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মিনহাজুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান দু’দিনের ছুটি নিয়েছেন। পরিষদের কার্যক্রমে কোন ব্যাঘাত ঘটেনি।