গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিলের মেয়ের গাড়ীর ধাক্কায় শিশু ইয়াসিন (৩) নিহত।
বুধবার (১৫ মে) সকাল সাড়ে ১০:৩০ মিনিটের দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (শফিক মোড়) মজিবর রহমানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ইয়াসিন গাজীপুর সিটি কর্পোরেশনের হাতিয়াব এলাকার জহিরুল ইসলামের ছেলে। সে তার পরিবার বাবা-মার সঙ্গে মুলাইদ দক্ষিণ পাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। নিহতের বাবা পেশায় টায়ার ব্যবসায়ী।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়রাম্যান প্রার্থী আব্দুল জলিলের মেয়ে ঝর্ণা আক্তার আক্তার (৩০) তার চাচাতো ভাই কাউসার ও আলভিসহ পরিবারের অন্যান্য সদস্যরা গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় বের হন। শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (শফিক মোড়) মজিবর রহমানের বাড়ির সামনে সড়ক পার হওয়ার সময় প্রাইভেটকার শিশু ইয়াসিনকে ধাক্কা দেয়। এ সময় সে গুরুত্বর আহত হয়। পরে শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাওনা চৌরাস্তা আল হারাম মেডিকেল হাসপাতালে নিয়ে যান। শিশুর অবস্থা আশঙ্কা জনক মনে করেন ডাক্তার তাই দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মেডিকেলে পাঠ করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে দুর্ঘটনায় শিশু নিহতের ঘটনার সত্যতার জন্য শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাখাওয়াত হোসেনসহ একাধিক উপপরিদর্শককে (এসআই) এ বিষয়ে জিজ্ঞাসা করলে তারা দুর্ঘটনার বিষয়ে কোন তথ্য জানেন না বলে জানান।