
মোঃ আমান মিয়া লুমান, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় ও দূরত্ব উল্লেখ করে নির্ধারিত ভাড়ার তালিকা না রাখায় মামুন এন্টারপ্রাইজ নামের বাস কাউন্টারকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত বুধবার রাতে পৌর শহরের শহীদ মিনার সংলগ্ন বাস কাউন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে এবং গাড়ি ও কাউন্টারে দূরত্ব উল্লেখ করে নির্ধারিত ভাড়ার তালিকা না থাকায় মামুন এন্টারপ্রাইজের টিকেট কাউন্টারকে ৩হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বাস কাউন্টার কর্তৃপক্ষ তাদের ভূল স্বীকার করে জরিমানা প্রদান করেন এবং অতিরিক্ত আদায় করা ভাড়া যাত্রীদের মাঝে ফেরত দেন। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। অভিযানে পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম জানান, যাত্রীর চাপ বেড়ে গেলে ভাড়া নিয়ে কোনো ধরনের কারসাজি যাতে না হয়। আজ এ জরিমানা তাদের জন্য ওয়ার্নিং। তাদেরকে বলে দিয়ে এসেছি যে, পরবর্তীতে কোনো ধরনের অনিয়ম দেখলে জরিমানার পরিমাণ বেড়ে যাবে। এমনকি আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এরকম অভিযান সব সময় অব্যাহত থাকবে।