প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৪, ১২:৪৯ পি.এম
ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন
মারুফ সরকার, স্টাফ রিপোর্টার: ছাত্রলীগের সকল উদ্যোগ সৃজনশীল, এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। বলেন, ছাত্রলীগ কোনো মৌসুমি কর্মসূচি পালন করে না।
বুধবার (৫ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
এসময় সাদ্দাম বলেন, জাতির প্রয়োজনে যখন যে কর্মসূচি দরকার ছাত্রলীগ সেটিই গ্রহণ করে। আগামীতে সারাদেশে ১ কোটি গাছের চারা রোপণ করা হবে বলেও জানান তিনি। টেকসই উন্নয়ন বাস্তবায়নে আগামী প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে ছাত্রলীগ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
এ সময় দলের সাধারণ সম্পাদক শেখ ইনান বলেন, দেশের সব ক্যাম্পাসে সবুজায়ন করতে উদ্যোগ নিচ্ছে ছাত্রলীগ। আগামীতে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় বৃক্ষরোপণ অন্যতম হাতিয়ার। তাই বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচি পালনে শিক্ষার্থীদের প্রতি আহ্বানও জানান তিনি।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.