প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১০:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৪, ৩:০০ পি.এম
ছোট নদীর ১০ বছর উপলক্ষ্যে লেখক সমাবেশ
জাহিদ আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বাঙালী সংস্কৃতির ছোট কাগজ "ছোট নদী" ১০ বছর উপলক্ষ্যে দিনব্যাপী লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১০ ফেব্রুয়ারি) উলিপুর সাহিত্য পরিষদের আয়োজনে উলিপুর মহিলা ডিগ্রি কলেজের বটতলায় "ছোট নদী" সম্পাদক আবু হেনা মুস্তফা'র সঞ্চালচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।
দিনব্যাপী নানা আয়োজন ও লেখক সমাবেশে বক্তব্য রাখেন- রংপুর হাইওয়ে সার্কেল হরেশ্বর রায়, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সরকার, জুলফিকার আলী সেনা, ইকবাল হোসেন চাঁদ, স্বপ্ন মুস্তফা, হাসান পলাশ, নাঈম ইসলাম, আ ক ম এরশাদুন্নবী আনছারী, মন্জুরুল ইসলাম, হাবিবুর রহমান, নুসরাত জাহান, আবু সাঈদ মোল্লা, জয়নাল আবেদীন প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেক লেখককে সস্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.