আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে অবস্থিত যমুনা কারিগরি ইন্সটিটিউট’র উদ্যোগে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারী ২০২৪ইং) সকাল ১১ ঘটিকার সময় যমুনা কারিগরি ইন্সটিটিউট চত্বরে বিদায় ও নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল, যমুনা কারিগরি ইন্সটিটিউট’র ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর এস এম মনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি শিক্ষিত জাতি দেশকে এগিয়ে নিতে পারে।ৈে ৈং
সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যানে কাজ করতে হবে। তোমরাই এ জাতির ভবিষ্যৎ তোমরাই পারবে এদেশকে দুর্নীতি মুক্ত করতে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তোমাদের স্বনির্ভর শিক্ষার দিকে এগিয়ে আসতে হবে।
বিদায় ও নবীন বরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যমুনা কারিগরি ইন্সটিটিউট’র সুপারিন্টেন্ডেন্ট মোঃ আব্দুল মতিন।
বক্তব্য রাখেন, যমুনা কারিগরি ইন্সটিটিউট’র ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য মিজানুর রহমান দুদু,প্রতিষ্ঠাতা সদস্য আনিছুর রহমান, অভিভাবক সদস্য আব্দুল বারিক,শাহিনুর খাতুন, শিক্ষক সদস্য এনামুল হক, শাহআলমসহ যমুনা কারিগরি ইন্সটিটিউটের শিক্ষক/শিক্ষিকা,কর্মকর্তা/কর্মচারী,অভিভাবক/অভিভাবিকা,ছাত্র/ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।