গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি:
জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ—ভারতের মাঝে আমদানি—রপ্তানি বন্ধ রয়েছে।তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মেয়র জামিল হোসেন চলন্ত জানান,আজ বুধবার (৬ সেপ্টেম্বর) হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে আমদানি—রপ্তানি বন্ধ রয়েছে। তবে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি—রপ্তানি বাণিজ্য চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল জানান,বন্দর দিয়ে আমদানি—রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে দুদেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।