হেলাল শেখঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ(জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা গেছেন জান্নাতুল ফেরদৌস নামে একজন পোলিং অফিসার।শুক্রবার(১২ই সেপ্টেম্বর ২০২৫ইং)সকালে অসুস্থ অবস্থায় সাভারের এনামমেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জানা যায়,মৃত সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়(জাকসু) প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।শুক্রবার ভোট গণনা করতে আসার পর সকাল পৌনে ৯ ঘটিকার দিকে জাকসু নির্বাচন অফিসের তৃতীয় তলায় বসে থাকা অবস্থায় পড়ে যান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস।এ সময় সহকর্মীরা স্ট্যাচারে করে তিনতলা থেকে নীচ তলায় নামিয়ে আনেন।পরবর্তী তাকে অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে উঠিয়ে জরুরি চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে,এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।