জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সন্মেলন অনুষ্ঠিত


সকালের বাংলা প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১:১৬ অপরাহ্ন / ১৯৯
জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সন্মেলন অনুষ্ঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও জাকের পার্টির ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও জাকের পার্টির ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি উপলক্ষ্যে জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সন্মেলন বনানীস্থ কেন্দ্রীয় কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়।

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও প্রাণময় আবহে সন্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।

বিশেষ অতিথির বক্তৃতা করেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল।

জাকের পার্টি চেয়ারম্যান বলেন, নীতি নৈতিকতা ফিরিয়ে আনতে হবে। মানুষই মানুষের নেতৃত্ব দিতে পারে। মানুষ পশুর নেতৃত্ব দিতে পারে না। মানুষের মাঝ থেকে  পাশবিকতা দূর করতে হবে। মানুষকে পবিত্র হতে হবে।

জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেন, মূল্যস্ফীতি সহনশীল হতে হবে।

পিয়াজ, আলু ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সাথে বেতন আয় রোজগার কে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। সততা ও আন্তরিকতার সাথে সমস্যা দূর করতে হবে।