প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৪, ৪:৫১ পি.এম
জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির ২৬ থানার নেতৃবৃন্দের জরুরী সভা অনুষ্ঠিত

মারুফ সরকার, স্টফ রিপোর্টার : আজ ২৫ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোঃ তৈয়বুর রহমানের সভাপতিত্বে থানা নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব সুলতান আহমেদ সেলিম। বক্তব্য রাখেন, মহানগর উত্তর সকল থানার সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ।
সভাপতির বক্তব্যে মোঃ তৈয়বুর রহমান বলেন, জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর অতীতের চেয়ে অধিকতর শক্তিশালী। কোন ষড়যন্ত্রই জাতীয় পার্টির অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারবে না। জাতীয় পার্টি নতুন উদ্যমে জিএম কাদের এর নেতৃত্বে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব সুলতান আহমেদ সেলিম বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর নেতৃত্বে অবিচল থেকেই আমরা জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাবো। তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির নেতৃত্বকে আরো সুদৃঢ় করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর নেতৃবৃন্দ, সকল থানার সভাপতি/সাধারণ সম্পাদক/আহ্বায়ক ও সদস্য সচিবগণ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী কয়েকদিনের মধ্যে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর কবর জিয়ারত করার সিদ্ধান্ত গৃহিত হয়।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.