প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ৩:৩৯ পি.এম
জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জাহানারা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ জেলা চ্যাম্পিয়ন

জাহানারা উচ্চ বিদ্যালয়ের বোলার রোমেল ৫ টি উইকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।
খেলা পরিচালনা করেন, বিসিবি আম্পায়ার আব্দুল্লাহ আল মামুন ও আপেল মাহমুদ। স্কোরার মোঃ শান্ত ও মোঃ হাবিব।
ফাইনাল খেলা শেষে উভয় দলের মধ্যে টফি বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়।
জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মোঃ নুরে এলাহীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য মির্জা মোস্তফা জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব মোঃ রেজাউল করিম,জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সানোয়ার হোসেন,শরীর চর্চা শিক্ষক মোঃ জহুরুল ইসলাম,বহুমুখী উচ্চবিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষিকা শ্রীমতি নন্দিতা দাস,ক্রীড়া সংগঠক অধ্যাপক আব্দুল মমিন সরকার,আল আমিন সেখ,সাবেক পৌর কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন।
ধারা বর্ণনায় ছিলেন, ধারাভাষ্যকার প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.