1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
  2. info.jahid307ulipur@gmail.com : jahid Hossain : jahid Hossain
  3. naiknajmul@gmail.com : Najmul Hossain : Najmul Hossain
রবিবার, ১১ মে ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরবাম:
জানাযা ছাড়াই আওয়ামী লীগকে কবর দিন:  ববি হাজ্জাজ বেনাপোল সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ২ হিজড়া আটক শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে নার্গিস বেগমের দাবি ইসলামিয়া সরকারি কলেজে নতুন অধ্যক্ষ প্রফেসর মোঃ শরীফ-উস-সাঈদ এর যোগদান ফুলে ফুলে সিক্ত হলেন  বেনাপোলে পাসপোর্ট যাত্রীর ছদ্মবেশে শুল্ক ফাঁকি, কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনে প্রস্তুতি চলছে: ড. আসিফ নজরুল প্রধান উপদেষ্টার কাছে সিএজি’র ৪৬টি নিরীক্ষা প্রতিবেদন হস্তান্তর র‌্যাবের অভিযানে কষ্টিপাথরসহ ৩ পাচারকারী গ্রেফতার যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসকদের অনীহার কারণে বৈকালিক সেবা বন্ধ, বিপাকে সাধারণ রোগীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টঙ্গী কলেজ গেটে মহাসড়ক অবরোধ

জানাযা ছাড়াই আওয়ামী লীগকে কবর দিন:  ববি হাজ্জাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
মারুফ সরকার, প্রতিবেদক :  জুলাই গণঅভ্যুথানের ১০ মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারার জন্য “এনজিও নির্ভর” উপদেষ্টা পরিষদই দায়ী বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, “ধর্মান্তরিত হলে কোন মুসলমান যেমন জানাযা পাবার অধিকার হারায় ঠিক একইভাবে গণহত্যা এবং ফ্যাসিবাদী শাসনের কারণে আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠনের পরিচয় হারিয়েছে৷ এজন্য দলটি নিষিদ্ধ করতে কোন আইনি দীর্ঘসূত্রিতার প্রয়োজন নেই৷ সরকারকে বলব জানাযা ছাড়াই আওয়ামী লীগকে কবর দিন৷ আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।”
শনিবার (১০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। ববি হাজ্জাজ বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সিংহভাগ ব্যক্তি এনজিও সেক্টর থেকে আসায় তাঁরা নানা বিদেশী শক্তির তল্পিবাহক হিসাবে কাজ করছে। এদের অনেকেই আওয়ামী ফ্যাসিবাদের ১৬ বছরে খুনি হাসিনাকে একবারের জন্যও স্বৈরাচার বলার সাহস দেখায় নাই৷ পেশাগত জীবনের অজুহাতে এরা কখনো রাজপথে নেমে আওয়ামী দু:শাসনের বিরুদ্ধে একটা টুঁ শব্দ পর্যন্ত করে নাই৷ আর তাই ৩৬শে জুলাইয়ের পর ১০ মাস অতিক্রান্ত হলেও সরকার আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে নাই উল্টো ফ্যাসিবাদের অবৈধ রাষ্ট্রপতিকে ভি আই পি প্রটোকলে দেশত্যাগের সুযোগ করে দিয়েছে৷”
ববি হাজ্জাজ বলেন, “আসিফ নজরুল সাহেবকে জনতার সামনে এসে ব্যাখা দিতে হবে কেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সংশোধিত আইনে সংগঠনের বিচার করার বিধান সংযুক্ত করতে পারলেন না৷ অথচ শুরুতেই এনডিএম আইসিটি ট্রাইবুনালে আওয়ামী লীগ এবং ১৪ দলের বিচার চেয়ে আবেদন করেছিলো৷ শহীদের রক্তের সাথে কোন ছলচাতুরী আমরা মেনে নিব না।”
তিনি বলেন, “সরকার চালাতে হলে রাজনৈতিক দক্ষতা এবং জনগণের পালস বোঝার ক্ষমতা লাগে৷ আওয়ামী লীগের বিরুদ্ধে যে তীব্র জনরোষ সমাজে বিদ্যমান সেটা এনজিও নির্ভর উপদেষ্টা পরিষদ বুঝতে অক্ষম৷ আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে আহবান জানাচ্ছি সর্বদলীয় বৈঠক করে আগামী ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এবং ব্যর্থ উপদেষ্টাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করতে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews