ঢাকাThursday , 21 September 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

সকালের বাংলা
September 21, 2023 12:48 pm
Link Copied!

এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুরে যুবলীগের উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রম। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এ কার্যক্রমের উদ্বোধন করেন।
জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান প্রমুখ।
বক্তারা যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মতো এমন একটি সুন্দর কাজের উদ্যোগ গ্রহণ করায় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান। একই সাথে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের স্বার্থে দলের স্বার্থে নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা।
দলীয় সূত্র জানায়, জামালপুর সদর উপজেলাসহ জেলার ৭টি উপজেলায় ২৫ নভেম্বরের মধ্যে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর জেলা যুবলীগ, উপজেলা যুবলীগ, শহর যুবলীগ ও ইউনিট যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।