স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারের জুড়ীতে জাতীয়তাবাদী ছাত্রদল, জুড়ী উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক লুৎফুর রহমান ইমন স্বেচ্ছাসেবকলীগ নেতা এবং জুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য ইঞ্জিঃ তৌফিকুল ইসলামকে স্বেচ্ছাসেবকলীগ সাজিয়ে সিলেট কোতোয়ালি থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ দুই ছাত্রদল নেতার উপর মিথ্যা মামলার প্রতিবাদে গত ৬ এপ্রিল সংবাদ সম্সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ, যুগ্ম আহবায়ক রুহেল আহমদ, সদস্য সায়মন ইসলাম, এমদাদুল হক সনি, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আহমেদ জব্বার,জুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সামিউর রহমান রুবেল, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি জাবেদ আহমদ, পশ্চিমজুড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন, গনতান্ত্রিক নাগরিক দলের সভাপতি বাদশাহ মারুফ, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রদল সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক জুয়েল আহমদ প্রমুখ।