
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
১ জুলাই ২৪ এর শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পৌর আমির অধ্যাপক আব্দুল লতিফ সাহেবের সভাপত্বিতে ও সেক্রেটারী মাওলানা মোস্তফা মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ ( সদর- কামারখন্দ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা সহকারী সেক্রেটারি মোঃ শহীদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেলা মসজিদ মিশনের সভাপতি ও সেক্রেটারি যথাক্রমে মাওলানা আতাউর রহমান ও ড.খ ম আব্দুর রাজ্জাক।
দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মুফতি মাওলানা আব্দুল্লাহ সরকার। দোয়া অনুষ্ঠানে পৌর এলাকার বিপুল সংখ্যক জনসাধারণ অ্ংশগ্রহণ করে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।