প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৪:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৩, ৩:৩৯ পি.এম
জেলা শিক্ষা অফিসার জনাব কাজি সলিম উল্লাহর অবসরজনিত বিধায় সংবর্ধনা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহর অবসরজনিত বিদায় অনুষ্ঠান করা হয়। এতে পবিত্র কোরআন তেলাওয়াত দোয়া-মোনাজাত করা হয় এবং ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা সহ আলোচনা সভা করা হয়।
- শনিবার (৩০ ডিসেম্বর -২০২৩) সকাল ১১. টায় সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাইস্কুলে -
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালেহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোঃ আফসার উদ্দিন, বিএল সরকারি উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম , ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম , সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম, জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক , এস.বি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম,
সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফসার আলী, এসবি রেলওয়ে কলোনি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, ছাতিয়ানতলী- মোড়গ্রাম টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম, পাইকপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাইদুল ইসলাম প্রমুখ।
এসময়ে সিরাজগঞ্জের বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, সদর উপজেলার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে বিদায়ী জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ সিরাজগঞ্জ অবস্থান কালে এক বছরের অভিজ্ঞতার কথা বলেন এবং তার শিক্ষাজীবন এবং চাকুরি জীবন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন । সর্বশেষে তার লেখা প্রসঙ্গ: শিক্ষাদর্পণ সিরাজগঞ্জ জেলার সকল প্রতিষ্ঠানের তথ্য সম্বলিত লেখা বই টি নিয়ে তার অভিজ্ঞতা তুলে ধরেন। পরিশেষে শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহর অবসর জীবন সুন্দর ও কল্যাণময় হোক এই প্রত্যাশায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.