প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৪, ৪:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৩, ১:৩৩ পি.এম
ঠাকুরগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় পা হারালেন নারী
জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের ট্রেন থেকে নামার সময় মিনতি রাণী (৫০) নামে এক নারীর বাম পায়ের গোড়ালির ওপর থেকে কাটা পড়েছে বলে জানা গেছে।
রোববার (৮ অক্টোবর) ভোর সোয়া ৫ টার দিকে জেলার পীরগঞ্জ উপজেলা রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সহকারী স্টেশন মাস্টার সোহরাব হোসেন।
আহত মিনতি রাণী (৫০) গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার পচা বাজার এলাকার বলে জানা গেছে।
সহকারী স্টেশন মাস্টার সোহরাব হোসেন বলেন, ভোর বেলা রাজশাহী থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস নামের ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটি পৌঁছলে পা পিছলে মিনতি রাণী নামে পড়ে যায়। এতে তার বাম পায়ের গোড়ালির ওপর থেকে কাটা পড়ে।
তাৎক্ষণিক পীরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মিনতি রাণীকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুর রহমান সোহান জানান, মিনতি রাণীর বাম পা গোড়ালির ওপর থেকে বিচ্ছন্ন হয়ে গেছে। তার কোনো আত্নীয় স্বজনের খোঁজ পাওয়া যায়নি। প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা রোগী কল্যাণ সমিতির সহায়তায় তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী বলেন, মিনতি রাণীর পরিবারের খোঁজ পেতে আমরা বিভিন্নভাবে যোগাযোগ অব্যাহত রেখেছি ।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.