প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৯:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১০:৪৫ এ.এম
ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের স্নাতক (পাস) কোর্স সমমান করার দাবিতে নওগাঁয় মাবনবন্ধন ও অবস্থান কর্মসূচি

সজিব হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটির সনদের মান স্নাতক (পাস) কোর্স সমমান করার দাবিতে নওগাঁয় মাবনবন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টা থেকে নওগাঁ শহরের কাজির মোড়ে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন নওগাঁ শাখার আয়োজনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, স্নাতক (পাস) কোর্সের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারণকৃত শর্তের চেয়ে অধিক জিপিএ, অধিক মেয়াদকাল, অধিক ক্রেডিট, সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালিত ও কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক যোগ্যতাসহ তিন বছর ৬ মাস মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটির সনদের মান স্নাতক (পাস) কোর্স করার বিষয়ে কোর্সগুলোতে অধ্যয়নরত সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী এবং সর্বস্তরের নার্স ও মিডওয়াইফদের যৌক্তিক দাবিটি সদয় বিবেচনা করার আহ্বান জানান তারা।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.