প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৫:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৩, ১১:২৮ এ.এম
ডিমলায় তিস্তা নদীর চর থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার।
সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার।। হিমালয়ার ছোট রাজ্য সিকিমে ব্যাপক বৃষ্টি ও আকস্মিক বন্যায় ড্যাম ক্ষতিগ্রস্ত হয়ে হড়পা বানে বাংলাদেশে ধেয়ে আসা পানির স্রোতে নিখোঁজদের মধ্যে নীলফামারীর ডিমলায় এক ভারতীয় পুরুষ ব্যক্তির(৩৮)মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার(৫ অক্টোবর)দুপুরে ডিমলা উপজেলার খগা খড়িবাড়ী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কিছামত ছাতনাই চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ও ভারতীয় পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে বাংলাদেশের বিজিবি ও পুলিশ।এ সময় মরদেহটির পড়োনে কোনো রকমের কাপড় ছিলনা ও মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।তবে অনেকের ধারণা, মরদেহটি ভারতীয় নিখোঁজ সেনা সদস্যের হতে পারে।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই চরে তিস্তা নদীতে ভেসে আসা অজ্ঞাতনামা এক পুরুষ ব্যক্তির মরদেহ এলাকাবাসী দেখতে পেয়ে ৫১ বিজিবি ও থানায় খবর দেয়।পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাংলাদেশের ডিমলা থানা পুলিশ ও ভারতীয় পুলিশ এবং বিএসএফ ঘটনাস্থলে উপস্থিত হয়।সেখানেই দুপুরে সুরতহাল তৈরী করে বিধি মোতাবেক পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি ভারতীয় পুলিশ ও বিএসএফের নিকট হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লাইছুর রহমান।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.