হেলাল শেখঃ ঢাকার সাভার ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাই ও ডাকাতি রোধকল্পে সাভার মডেল থানার পুলিশ বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৫) দুপুরে কর্ণপাড়া এলাকায় তল্লাশি পরিচালনা করেছে।
এ সময়, সাভার মডেল থানার পুলিশ মহাসড়কে যানবাহন এবং পথচারীদের সুরক্ষিত রাখতে সতর্কাবস্থায় ছিল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি চালায়। পুলিশ সদস্যরা মহাসড়কে চলাচলকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনের মধ্য দিয়ে তল্লাশি চালিয়ে সন্দেহজনক ব্যক্তি এবং অবৈধ অস্ত্রধারীদের শনাক্ত করার চেষ্টা করেন।
এ ছাড়া, সাভার মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের এই কার্যক্রমের উদ্দেশ্য হলো ছিনতাইকারী, ডাকাতসহ অন্যান্য অপরাধীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। পুলিশের এই তল্লাশি অভিযান স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও আস্থা তৈরি করেছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া জানান, সাভারে ছিনতাইকারী ও ডাকাতসহ অন্যান্য অপরাধীদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, পুলিশের তল্লাশি অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।