বিশেষ প্রতিনিধি-হেলাল শেখঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম ভুঁইয়া সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর ২০২৩ইং) দুপুর ২ টার দিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মনোনয়পত্র জমা দেন মোঃ সাইফুল ইসলাম ভুঁইয়া। তিনি জাতীয় পার্টির সাভার উপজেলা কমিটির সাবেক সভাপতি ও আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার এবং বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর কেন্দ্রীয় কমিটির সদস্য।
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম ভুঁইয়া গণমাধ্যমকে বলেন, ঢাকা-১৯ আসনটিতে আমার জন্মস্থান। এই আসনে (বিএনএম) দল থেকে আমাকে এমপি প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। তিনি আরো বলেন, আমি মনে করি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। গণতন্ত্র রক্ষা করতে নির্বাচনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, আমি সেবক হিসেবে জনগণের কল্যাণে কাজ করতে চাই। তিনি দাবী করেন যে, আমি আগে থেকেই এলাকার জনগণের সেবায় কাজ করে আসছি, আমি সবার কাছে দোয়া চাই। উক্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যববসায়ী মোঃ মাজাহারুল ইসলাম, মোঃ সোলাইমান, সালাউদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ।
উক্ত ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মোঃ সাইফুল ইসলাম ভুঁইয়া ঢাকা জেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া এলাকার বাসিন্দা মোঃ আব্দুর রাজ্জাক ভুঁইয়া’র সুযোগ্য সন্তান। তিনি আশুলিয়ার গাজিরচট হাই স্কুলের ম্যানিজিং কমিটির সদস্য, তিনি বাংলাদেশ কৃষকলীগের আশুলিয়া থানা শাখার সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও ২০০০ সালের পূর্বে জাতীয় পার্টির সাভার উপজেলা কমিটির সভাপতি ছিলেন। তিনি ১৯৬৭ সাল থেকে রাজনীতির সাথে সক্রিয় ভাবে রয়েছেন। তিনি আরো বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে মানুষকে সেবা করে আসছেন।