শাহিন আলম
তাড়াইল থানা পুলিশের অভিযানে অপরেশনে ডেভিল হান্টে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা আটক। ১১ ফ্রেবুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াইল মুক্তিযোদ্ধ কলেজ এলাকা হতে তাড়াইল থানা পুলিশের এসআই লুৎফর রহমান নেতৃত্বে এএসআই ইব্রাহিম ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক সরোয়ার আহমেদ জয় সহিলাটি গ্রামের মোরশেদ মিয়ার ছেলে।
তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, আটক সরোয়ার আহমেদ জয় তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পদক।
জুলাই বিপ্লব পর তাড়াইল কলেজের বৈষম্য বিরোধী ছাত্রগণ দ্বারা অংকিত দেওয়াল চিত্র বিকৃতি করে ‘‘জয় বাংলা’’ লিখনের মুলহোতা ছিল। আজ তাকে জেল হাজতে প্রেরন করা হবে।