নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সকালে সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জ বাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্কুলটির ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে ইতিপূর্বে পূর্বে একাধিক ক্যাডেট বা মডেল স্কুল চালু হলেও কালের বিবর্তনে স্থায়ীত্ব লাভ করতে পারেনি। তাই এ অঞ্চলের এক ঝাঁক তরুন শিক্ষিত যুবকদের উদ্যোগে আধুনিক মানসম্মত শিক্ষা প্রধানের লক্ষ্যে বিদ্যালয়টি চলতি বছরে চালু হয়েছে।
আগামী ১ লা জানুয়ারী থেকে প্লে থেকে ৯ম শ্রেনী পর্যন্ত নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জজ কোর্টের আইনজীবী আনিসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলতাফ হোসেন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ সু্প্রিম কোর্টের আইনজীবি দিদারুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ রাজস্ব বিভাগের ডিপুটি কমিশনার আবুল কাশেম, মনছুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিদারুল ইসলাম, বিদ্যালয়ের উপদেষ্টা আজিজুল ইসলাম মুজাহিদ, মাওলানা নুরুল আলম, মাস্টার কবির হোসেন, সাহেদা আক্তার, অ্যাডভোকেট আবদুর রশিদ পরান,রসিরাজ মিয়া, ম্যানেজিং কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম সহ বিভিন্ন শ্রেনীপেশার ব্যাক্তিবর্গ
ও অভিবাবকবৃন্দু।