গত সোমবার (১২ মে) দত্তপাড়া ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন বাস্তবায়িত প্রকল্পসমূহের সরেজমিন পরিদর্শন করেন।
এই প্রকল্পগুলোর মধ্যে টিআর (ট্রান্সফার রিসোর্স), কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) ও কাবিটা (কাজের বিনিময়ে টাকার) কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।
উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা সরেজমিন পরিদর্শনকালে প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, গুণগত মান ও স্থানীয় জনগণের মতামত সংগ্রহ করেন।
তিনি প্রকল্পগুলোর কার্যকারিতা ও টেকসইতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করেন।
স্থানীয় জনগণ জানান, এই প্রকল্পগুলোর মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজতর হয়েছে। বিশেষ করে বর্ষাকালে পানি জমে থাকা রাস্তা ও ড্রেনের কারণে চলাচলে যে সমস্যা হতো, তা অনেকাংশে দূর হয়েছে। তবে কিছু এলাকায় সেতু ও রাস্তার নির্মাণকাজ সম্পন্ন না হওয়ায় এখনও কিছু সমস্যা রয়ে গেছে।
দত্তপাড়া ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত প্রকল্পসমূহ স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করেছে। উপজেলা নির্বাহী অফিসারের সরেজমিন পরিদর্শন ও মূল্যায়ন এসব প্রকল্পের সফলতা ও উন্নয়নের পথ সুগম করেছে।