মুন্না শাহ, চুয়াডাঙ্গাঃ
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ বিকাশ প্রতারক চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। পুলিশের বিশেষ অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক নির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গত ৮ এপ্রিল রাত ১০টায় দর্শনা পুরাতন বাজার এলাকার ‘দোয়েল মেডিকেল হল’ এর সামনে থেকে মোঃ তাকবির ইসলাম রিয়াদ (৩০), পিতা- মোঃ তাইজুল ইসলাম, গ্রাম- দক্ষিণ চাঁদপুর, থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গাকে বিকাশ প্রতারণার টাকা উত্তোলনের সময় হাতে নাতে আটক করা হয়। তার কাছ থেকে প্রতারণার নগদ ২৫,০০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রিয়াদের মোবাইল বিশ্লেষণ করে পরদিন ৯ এপ্রিল রাত ১টা ৩০ মিনিটে নাটোর জেলার লালপুর থানার মোহরকয়া গ্রামের মৃত জাবেদ সরদারের পুত্র মোঃ স্বপন আলী হৃদয় (২৫) কে দর্শনার আকন্দবাড়ীয়া রায়পাড়া এলাকার মোঃ জাহিদুল ইসলামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। স্বপন পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে বিকাশ প্রতারণার সাথে নিজের সম্পৃক্ততা এবং চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে।
তদন্তে জানা যায়, প্রতারক স্বপন দেশের বিভিন্ন এলাকা থেকে সাধারণ জনগণের কাছ থেকে বিকাশ প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো এবং সেই টাকা রিয়াদের মাধ্যমে নগদায়ন করে আত্মসাৎ করতো। গত দুই মাসে তারা প্রায় ৫০ লক্ষাধিক টাকার প্রতারণা করেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চক্রের অন্যান্য পলাতক সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত আলামত:
প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন
নগদ ২৫,০০০ টাকা।