মুন্না শাহ চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫২ (বায়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
১০ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত ১১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাঠানপাড়া টু ইসলামবাজারগামী সুগন্ধ্যা মাঠসংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন দর্শনা থানার এসআই (নিঃ) মো. মাসুদুর রহমান, তার সঙ্গীয় ফোর্সসহ। পুরো অভিযানটি পরিচালিত হয় চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনা ও দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীরের তত্ত্বাবধানে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো মোঃ জসিম মিয়া (৪০), পিতা-মৃত টুকু মিয়া, মাতা-রোকেয়া বেগম, সাং-শান্তিপাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা। তার কাছ থেকে জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫,৬০০ টাকা।
এ ঘটনায় দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত মোঃ জসিম মিয়ার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে চুয়াডাঙ্গা জেলার দর্শনা ও দামুড়হুদা থানা, সৈয়দপুর রেলওয়ে থানা এবং পোড়াদহ রেলওয়ে থানায় দায়েরকৃত মোট ১৯টি মামলা, যার মধ্যে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, চুরি, ডাকাতি, মারামারি ও হত্যাচেষ্টা সংক্রান্ত অভিযোগ।
দর্শনা থানা পুলিশ জানায়, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।