পবিত্র রমজান মাসে কোনো কুচক্রী মহল যাতে বাজারে দ্রব্যমূল্য নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য অফিসার ইনচার্জ তারিকুজ্জামান এর নির্দেশে মুগদা থানার ডিএমপি পক্ষ হতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা, আয়োজন হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর তদন্ত কামরুল হোসেন এবং ইন্সপেক্টর অপারেশন অফিসার আশীষ মুগদা থানা। এ সময় আরো উপস্থিত ছিলেন মুগদা থানার বিভিন্ন স্তরের পুলিশ অফিসার গন।
বৃহস্পতি বার সন্ধ্যায় রাজধানীর মুগদা থানায় কনফারেন্স রুমে মতবিনিময় সভা হয়।
সভায় বক্তব্য কালে ইন্সপেক্টর তদন্ত কামরুল হোসেন, বলেন পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সবার ক্রয় সীমার মধ্যে রাখতে আমরা কাজ করবো।
পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে কম মুনাফায় নিত্যপণ্য বিক্রয়, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যবসায়ীদের অনুরোধ জানান।
দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে। এছাড়া নির্ধারিত মূল্যে ভেজালমুক্ত মাংস বিক্রয় করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আহ্বান জানান।
কেউ যাতে দ্রব্যমূল্য নিয়ে বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য ডিএমপি মুগদা থানা নজরদারি রাখবে ।
এবং হুঁশিয়ারি দিয়ে বলেন কোনো কুচক্রী মহলকে ছাড় দেওয়া হবে না।
ইন্সপেক্টর অপারেশন আশীষ, বক্তব্য কালে বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা স্থাপন করতে হবে, এবং গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে বাধ্যতামূলক,।
খোলা অবস্থায় ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি বন্ধে ব্যবস্থা গ্রহণসহ অসুস্থ গরু-ছাগল জবাই না করার নির্দেশ দিয়েছেন।