লক্ষ্মীপুর জেলায় দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১০ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সহ-সভাপতি আবদুল্লাহ আল খালেদ, দপ্তর সম্পাদক আকবর হোসেন মুন্না, প্রচার সম্পাদক জামাল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভি, সদস্য সচিব মাইনুল ইসলাম শাওন, যুগ্ম আহ্বায়ক আর এন রাজু, ইসমাইল হোসেন রনি, বাহাদুর হোসেন নোবেল, ইমতিয়াজ আহমেদ বাবু, মো. দিপু প্রমুখ।
এ মানববন্ধনে বক্তারা দ্রুত ধর্ষকদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি তুলেন।