1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
  2. info.jahid307ulipur@gmail.com : jahid Hossain : jahid Hossain
  3. naiknajmul@gmail.com : Najmul Hossain : Najmul Hossain
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরবাম:
ঈদ পূর্নমিলনী ও কবি আসাদ বিন স্মরণে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান । উলিপুরে কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুল খালেকের ঈদ শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ সাভারে বিএনপি নেতার বাড়িতে হামলার চেষ্টা, অস্ত্রসহ আটক ২ হিলি শ‚ন্যরেখা দর্শনার্থীদের পদচারণা আমি একজন ডাক্তার হতে চাই, এতিম অসহায় মেধাবী মতিউরের স্বপ্ন  শার্শায় ঈদের নামাজের সময় পরিবর্তন নিয়ে সংঘর্ষে ৩জন আহত ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা প্রিয় পাঠক ও সম্মানিত প্রতিনিধি, জুড়ীতে উপজেলা ছাত্রদলের ইফতার মাহফিল জুড়ীতে দীর্ঘ এক মাস কোরআন প্রশিক্ষণ শেষে বরইতলী জামে মসজিদে বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে  জুড়ীতে যুক্তরাজ্য (লন্ডন প্রবাসী) শফিকুর রহমানের অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ 

নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে ৬ জন হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

সজিব হোসেন, নওগাঁ প্রতিনিধি: অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন অবস্থায় ৬ জন অসুস্থ হয়ে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। বুধবার সকাল ১০টায় নওগাঁ সদর থানা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাদের বাড়ি রংপুর ও গাইবান্ধা জেলায় বলে জানা গেছে। তবে তাদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

 

 

 

থানা পুলিশ সূত্রে জানা যায়- অচেতনরা সবাই পেশায় রাজমিস্ত্রী। তারা ঢাকা থেকে ট্রাক যোগে ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলো। ভোরে সেহেরির খাবার হিসেবে পথিমধ্যে পাউরুটি, কলা ও পানি খেয়েছিল। এর কিছুপর তারা অচেতন হয়ে পড়ে। ভোরে নওগাঁ শহরের বাইপাস বরুনকান্দি মোড়ে তাদের ফেলে রেখে চলে যায়। সকাল ৮টায় স্থানীয়রা বিষয়টি দেখে থানায় সংবাদ দেয়। পরে সদর থানা পুলিশ তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে সকাল ১০ টার দিকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন রয়েছে।

 

 

 

নওগাঁ সদর থানার উপপরিদর্শক (এসআই) হারুন রশিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ৬জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের সাথে কথা বলতে পেরেছি। তিনি অস্পষ্টভাবে জানান তারা হেমায়েতপুর থেকে ট্রাকে উঠে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কলা পানি আর রুটি খাওয়ার পর আর কিছু মনে নেই। তবে ধারনা করা হচ্ছে এরা সবাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। শহরের এবং শহরের বাইপাস এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে।

 

 

 

নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ড মেডিসিনস ডা. রাশেদ বলেন-খাবারের সাথে তাদের উচ্চ ক্ষমতা সম্পূন্ন ঘুমের ঔষধ খাওয়ানো হয়েছে। এজন্য রোগীরা এখন ঘুমে আছে। তবে সবাই সুস্থ আছে। গুরুত্বর মনে হচ্ছে না। ঔষধের ক্ষমতা শেষ হয়ে গেলে তারা সুস্থ হয়ে উঠবে। তবে স্বাভাবিক হতে

সময় লাগবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews