জাহিদ আল হাসান, নওগাঁ প্রতিনিধিঃ ছাত্র শিক্ষক কৃষক ভাই ইঁদুর দমনে সহযোগিতা চাই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের হলরুমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল সহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ খলিলুরুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ রেজাউল করিম,অতিরিক্ত উপপরিচালক (উ.স) কৃষিবিদ মোঃ মেহেদুল ইসলাম প্রমুখ সহ স্থানীয় ব্যক্তি বর্গ ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকরা উপস্থিত ছিলেন।
নওগাঁ কৃষি অধিদপ্তরের সামনে বসা কয়েকটি ষ্টল প্রদক্ষিণ করার পর প্রধান অতিথি একটি ঈদুরকে লাঠি দিয়ে আঘাত করে ঈদুর নিধন করার উৎসাহীত করেন।
প্রায় সকল অতিথিদের বক্তব্য থেকে একটা কথায় স্পষ্ট হয়, ঈদুর এমন একটি প্রাণী যা পরিবার থেকে শুরু করে সমাজ ও দেশের শত্রু এদের নিধনের বিকল্প কিছু নেই তাই জাতীয় এই দিবসে শুধু কৃষক আর কৃষি অধিদপ্তর নয়, শিক্ষার্থী সহ সকল শ্রেণীপেশার মানুষ এই প্রাণীকে নিধন করার ব্যাপারে সচেতন হতে হবে।