প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৭:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৪, ১:৩১ পি.এম
নওগাঁয় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
সজিব হসেন, নওগাঁ প্রতিনিধি: সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারনের দাবীতে নওগাঁয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। বৃহস্পতিবার বিকেলে পিটিআই গেটের সমানে প্রধান সড়কে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।
মো. আহসান আলী’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, চকআতিথা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, সমন্বয়ক মাসুদ রানা, আব্দুল হাই আব্দুর রাজ্জাক, আব্দুল হাকিম ও মেজবাউল হক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সুশিক্ষিত জাতি গঠনে প্রাথমিক শিক্ষা ভিত্তি হিসেবে কাজ করে। প্রাথমিকের শিক্ষকরা শিক্ষার সূতিকাগার হিসেবে কাজ করেন। দেশের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষকদের ভ‚মিকা সব থেকে বেশি। তারপরও দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। স্নাতক বা সমমানের যোগ্যতায় পুলিশের সাব ইন্সপেক্টর, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ডিপ্লোমাধারী নার্স, উপসহকারী কৃষি কর্মকর্তাদের ১০ম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। সেখানে একই যোগ্যতার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। যেখানে ৮ম শ্রেণি পাশের একজন গাড়িচালক বেতন পায় ১২তম গ্রেডে। এ থেকে বোঝা যায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কতটা অবহেলিত।
এ সময় বক্তারা আরও বলেন, শিক্ষার ভিত্তি মজবুত করতে হলে অবশ্যই প্রাথমিক শিক্ষকদের সঠিক মর্যাদা দিতে হবে। এ জন্য অনতিবিলম্বে তাদের ১০ম গ্রেডে উন্নীত করা দরকার। এ যৌক্তিক দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও বৃহত্তম কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষক নেতারা। মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রসাসকের বরাবর স্মারক লিপি প্রদান করেন।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.