প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ১১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৫, ৯:০২ এ.এম
নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস পালিত

সজিব হোসেন, নওগাঁ প্রতিনিধি: "প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ জুন) সকাল ১০টায় নওগাঁ পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন নওগাঁর উদ্যোগে নওগাঁর সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এর প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জান্নাত আরা তিথি। আলোচনা সভায় বক্তব্য রাখেন নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন, নিরাপদ খাদ্য অফিসার চিন্ময় প্রামানিক প্রমূখ। এসময় নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক দেশের শ্রেষ্ঠ বৃক্ষরোপণকারী মাহমুদুন নবী বেলাল সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠন, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ আজ বিশ্বজুড়ে এক ভয়াবহ সংকটে রূপ নিয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য জমে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এখনই সময় সচেতন হওয়ার এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহার ও পুনর্ব্যবহারে মনোযোগী হওয়ার।
অংশগ্রহণকারীরা আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান। পরিবেশ সংরক্ষণের জন্য সকলকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.