নওগাঁ প্রতিনিধি: যৌক্তিক স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনের সড়কে মুভমেন্ট ফর ডেভলপমেন্ট অফ নওগাঁ’র উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। মুভমেন্ট ফর ডেভলপমেন্ট অফ নওগাঁ’র আহবায়ক শফিকুর রহমান মামুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- স্থানীয় এলাকাবাসী মিজানুর রহমান সুমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল ও নওগাঁ সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য জিবরাঈল রাকিব বক্তব্য রাখেন। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী অংশ নেয়। এসময় শফিকুর রহমান মামুন বলেন- শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা, খন্ডকালিন আয়ের উৎস, শিক্ষার পরিবেশ ও চিকিৎসার সুব্যবস্থা থাকবে এমন স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা প্রয়োজন কিন্তু একটি মহল ক্ষমতার অপব্যবহার করে নিজের স্বার্থে তার এলাকায় নিয়ে যাওয়ার অপচেষ্টা করছে। শিক্ষার জন্য সেখানে উপযুক্ত জায়গা নয়। ছাত্রদের সুবিধার কথা তাদের মাথায় নেই। সেখানে বিশ্ববিদ্যালয় হলে ব্যক্তি জমি কিনে ব্যবসা করবেন। অবিবেচকের মতো সিদ্ধান্ত নিবেন না। শুভ বুদ্ধির উদয় হোক। যৌক্তিক স্থানে বিশ্ববিদ্যালয় হোক এমন দাবী তাদের। উল্লেখ্য- ২০১৮ সালে নওগাঁর এক জনসভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর চার বছর পর ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি নওগাঁয় বঙ্গবন্ধুর নামে একটি বিশ্ববিদ্যালয় আইনের খসরা অনুমোদন প্রদান করে মন্ত্রীসভা। গত ৭ ফেব্রুয়ারি স্পিকার ড. শিরীন শারমিন চৌধূরীরর সভাপতিত্বে জাতীয় সংসদের ২১তম অধিবেশনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল-২০২৩’ পাস হয়।