সজিব হোসেন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সর্বজনীন পেনশন মেলা ও সর্বজনীন পেনশন স্কিম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। পরে উপজেলা অডিটোরিয়ামে ‘সর্বজনীন পেনশন স্কিম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবদ্ধ উপস্থাপন করেন অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মর্জিনা আক্তার। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিন আহমেদ সহ অন্যান্যরা।
কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মেলায় প্রায় শতাধিক স্টল অংশ নেয়।