প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৭:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৪, ৫:০৩ পি.এম
নওগাঁয় হত্যা মামলার রায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন দায়রা জজ আদালত
![]()
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় পোরশা উপজেলার ইউনুস আলী হত্যা মামলার রায়ে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছে বিজ্ঞ দায়রা জজ আদালত। বৃহষ্পতিবার দুপুরে মামলার একমাত্র আসামী মফিজ উদ্দনের বিরুদ্ধে এই রায় প্রদান করেছেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ।
মামলার বিবরণে জানা যায় গত ৮ ফেব্রুয়ারী ২০১৯ তারিখ বিকেল ৩টায় পোরশা উপজেলার সোমনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ইউনুস আলী ৫২) তাঁর জ্যাকেটে চেইন লাগানোর জন্য পার্শ্ববর্তী সুতলী বাজারে দর্জি মফিজ উদ্দিনের দোকানে যান। চেইন লাগানোর মজুরী হিসিবে দর্জি মফিজ উদ্দিন ৩০ টাকা দাবী করেন। কিন্তু ইউনুস ২০ টাকা দিতে চান। এ নিয়ে উভয়ের মাধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দর্জি মফিজ উদ্দিন একটি বাঁশ দিয়ে ইউনুসের মাথায় সজোরে আঘাত করে। এতে মারাত্মকভাবে আহত অবস্থায় স্থানীয় পল্লী চিকিৎসক বিপুলের নিকট নিয়ে যাওয়া হয়। চিকিৎসক আহত ইউনুসের মাথায় সেলাই ও ব্যান্ডেজ করে দেন। এরপর বাসায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
পরে মৃত ইউনুস আলীর ছোট ভাই সোনাবর অলী পোরশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ দর্জি মফিজ উদ্দিনের বিরুদ্ধে চার্জশীট গঠন করে বিচারের জন্য আদালতে প্রেরণ করে।
বিভিন্ন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ উক্ত আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, নগদ ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন।
রাষ্ট্রপক্ষে পিপি আব্দুল খালেক এবং আসামী পক্ষে দেওয়ান আবু হোসেন মামলাটি পরিচালনা করেন।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.