নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য কে ছুরিকাঘাতে আহত; হামলাকারী আটক
Reporter Name
-
Update Time :
শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
-
২০০
Time View
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল (৫৮) ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহত গোলাম মোস্তফা বাদলকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন শামীম হোসেন (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে । আজ শনিবার সকালে উপজেলা সদরের সাহেবগঞ্জ রেল স্টেশন এলাকায় নওগাঁ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমনের পক্ষে প্রচার কার্যক্রম চালানোর সময় তাঁকে ছুরিকাঘাত করা হয়। আটককৃত ব্যক্তির নাম শামীম হোসেন ওরফে সানী। তাঁর বাড়ি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা বাদল সাহেবগঞ্জ বাজারে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেল নিয়ে কয়েকজন দুবৃর্ত্ত পেছন থেকে তার ওপর অতর্কিত হামলা চালায়। তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন শামীম হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আহত গোলাম মোস্তফাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে তিনি জানান, গোলাম মোস্তফা বাদল সাহেবগঞ্জ বাজারে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেল নিয়ে কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে গোলাম মোস্তফার ওপর অতর্কিত হামলা চালায়। গোলাম মোস্তফার পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন শামীম হোসেন সানি নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি তাকে পুলিশী জিজ্ঞাসাবাদ চলছে। এর সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category