সজিব হোসেন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট থেকে অপহৃত কিশোরে যৌথ অভিযানে ১৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে র্যাব। এসময় ইমাম হোসাইন (২০) নামে এক যুবককে গ্রেফতার করা
হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) রাত ৯টায় ঢাকার সাভার থানায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। ইমাম হোসাইন ধামইরহাট উপজেলার দুলাল রব্বানীর ছেলে। বৃহস্পতিবার বেলা ১১ টায় র্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো
এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- ধামইরহাট উপজেলার তাহেরপুর গ্রামে কিশোরী
তাসনিম আক্তার গত ২৫ ডিসেম্বর প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে রাস্তায় উঠলে তাকে অপহরণ করে ইমাম হোসাইন সহ কয়েকজন। পররর্তীতে ভিকটিম এর বাবা বাদী হয়ে ১ জানুয়ারি ধামইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইমাম হোসেইনকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা আরো চারজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিত্বে র্যাব-৫ ও র্যাব-১ যৌথ অভিযানিক দল বুধবার রাত ৯টায় ঢাকার সাভার থানা এলাকা থেকে মুলহোতা ইমাম হোসাইনকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।