প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৪, ৭:৫৫ এ.এম
নওগাঁর রাণীনগরে চাল ব্যবসায়ীকে জরিমানা
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অধিক মুনাফার আশায় চাল মজুদ রাখার অপরাধে দীনেশ চন্দ্র নামে এক চাল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার পারইল ইউনিয়নের পারইল গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুম।
ইউএনও জানান, উপজেলার পারইল গ্রামে চাল ব্যবসায়ী দীনেশ চন্দ্রের বাড়িতে চাল মুজদ করে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই ব্যবসায়ীর গুদামে অবৈধভাবে ৩৫০ বস্তা চাল মজুদ পাওয়া যায়। অধিক মুনাফার আশায় চাল মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী দীনেশকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষৎ যেন এ ধরণের অপরাধ না করেন সে সম্পর্কে ওই ব্যবসায়ীকে সর্তক করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবাইদুল হক, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা রায়হান, পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ ও থানা পুলিশ।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.