স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্যানগাড়িতে চড়ে বুলি বিবি বান্দাইখাড়ার দিকে যাচ্ছিলেন। পথে বেতগাড়ি ব্রিজের উপর ভ্যানের চাকায় তার শাড়ির আঁচল পেঁচিয়ে গেলে ভ্যানগাড়ি থেকে পড়ে তিনি গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাকে অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, বৃদ্ধার মৃত্যুর সংবাদ থানায় কেউ দেয়নি। খোঁজখবর নিয়ে বিষয়টি দেখছি।