প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৫, ৮:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ১১:০৬ এ.এম
নওগাঁর রাণীনগরে মুক্তিযোদ্ধা ছোলায়মান আলী আর নেই

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের বিশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা এমএম ছোলায়মান আলী আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে তিনি ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি...রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। তার মৃত্যুতে উপজেলার বিভিন্ন মহল থেকে শোক জানানো হয়েছে। মৃত্যুর সময় তিনি- দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। শুক্রবার জুমার নামায শেষে রাষ্ট্রীয় সম্মাননা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা এমএম ছোলায়মান আলী দীর্ঘদিন যাবত ক্যান্সারসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার, পারইল উচ্চ বিদ্যালয় ও পারইল ইসলামিয়া দাখিল মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির দুইবার করে সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.