ঢাকাSaturday , 19 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ আইন কলেজে নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত 

Link Copied!

সজিব হসেন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ আইন কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় আইন কলেজ চত্বরে নওগাঁ আইন কলেজের  আয়োজনে এ নবীন বরণ ও সংবর্ধনা  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড. এম এইচ এম জাহাঙ্গীর আলম। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ্যাড. এস. এম. শামীম আছাদ বেলালের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও নওগাঁ আইন কলেজের গভর্নিং বডির সভাপতি এ্যাড. মাহমুদুল আরেফিন স্বপন বক্তব্য রাখেন। এসময় বিশেষ অতিথি হিসেবে জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড. শওকত ইলিয়াস কবির, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আ. রাজ্জাক এবং নওগাঁ আইন কলেজের  গভর্নিং বডির সদস্য ও গভার্নমেন্ট প্লিডার (জিপি) এ্যাড. সরওয়ার জাহান প্রমূখ বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানের শুরুতে  সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও কলেজ গভর্নিং বডির সভাপতি এড. মাহমুদুল আরেফিন স্বপন কে সংবর্ধনা এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
প্রসঙ্গত, ১৯৮০ সালের ১০ জুলাই মাত্র ৩ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা নওগাঁ আইন কলেজ। ইতোমধ্যে বহু শিক্ষার্থী ডিগ্রি অর্জন করে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ৭৮টি আইন কলেজ রয়েছে।