প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ৯:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৩, ২:০৫ পি.এম
নওগাঁ জজকোর্ট চত্বরে বিশ্রামাগারের উদ্বোধন

সজিব হোসেন, নওগাঁঃ নওগাঁ জজকোর্ট চত্বরে আগত বিচরপ্রার্থীদের জন্য বিশ্রামাগার "ন্যায় কুঞ্জ" নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহষ্পতিবার বেলা ১১টায় কোর্ট চত্বরে নির্মান কাজের একটি ফলক উন্মোচন এবং ভিত্তি প্রস্থর স্থাপন করেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান।
পরে বিচারপতি জে বি এম হাসান নওগাঁ জেলা বার এ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগদান করেন।
নওগাঁ জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড. খোদাদাদ খান পিটু এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ, জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিশ্বন্থ মন্ডল এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান।
অনুষ্ঠানে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, বিভিন্ন কোর্টের বিচারকবৃন্দ, পিপি, জিপিসহ বিভিন্ন কোর্টের আইন কর্মকর্তাবৃন্দ, জেলা বারের কার্যনিবার্হী পরিষদের সদস্যবৃন্দ এবং সাধারন আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
৪৮ লক্ষ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভবন নির্মান করা হবে।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.