হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া শিমুলতলা ডিপিজেড রোড, সাইফুল ইসলাম সুপার মার্কেটে নীরব স্টীল কিং এর মালিক মোঃ নাছির মোল্লা'র ছেলে মোহাঃ নাজমুল হাসান হেফজ কোরআন পড়া প্রতিযোগিতায় ৮২টি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে পুরস্কার পেয়েছেন। জানা গেছে, মোহতামিমঃ মুফতি সালাহউদ্দিন সাহেবের ডাউটিয়া ইসলামিয়া কাওমী মাদ্রাসা হেফজ কোরআন তেলাওয়াত করে তৃতীয় স্থান অর্জন করে পুরস্কার পেয়েছেন গত ১৮ ডিসেম্বর ২০২৩ইং তারিখ। নাজমুল হাসানের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। নাজমুল হাসান বলেন, আমি এ পর্যন্ত দুইটি পুরস্কার পেয়েছি, গত ১৮ ডিসেম্বর ৮২টি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মুখস্ত কোরআন তেলাওয়াত করা হয় সেই প্রতিযোগিতায় আমি তৃতীয় স্থান লাভ করি, আমি সবার কাছে দোয়া চাই, আমি যেন আমার বাবা মায়ের সেবা করতে পারি, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি, বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম জাতির মধ্যে কুরআনের আলো ছড়িয়ে দিতে পারি, আমি যেন ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, সেই জন্য সবার কাছে দোয়া কামনা রইলো, আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত করেন আমিন। নাজমুল হাসানের বাবা মোঃ নাছির মোল্লা বলেন, আমার ছেলে নাজমুল হাসানকে মাদ্রাসায় দিয়েছি কুরআন শরীফ পড়ে হাফেজ হওয়ার জন্য, আমি মৃত্যুর পর যেন আমার ছেলে আমার জানাজা করতে পারে এবং আমার কবর জিয়ারত করতে পারে, আমার ছেলের জন্য সবার কাছে দোয়া কামনা রইলো, আল্লাহ যেন আমার ছেলেকে পরিপূর্ণ সুস্থ রাখেন এবং কুরআনে হাফেজ করেন, আমি আমার এই ছেলে কুরআনে হাফেজ হওয়ার জন্য সবকিছু করবো ইনশাআল্লাহ।