আজ বুধবার সকালে মাতৃদুগ্ধ কর্ণারের শুভ উদ্বোধন করা হয় সৌভাগ্যের প্রতীক।
উক্ত মাতৃদুগ্ধ কর্ণারটির শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার।
মাতৃদুগ্ধ কর্ণারটি মূলত কর্মজীবী মায়েদের জন্য একটি আরামদায়ক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি করতে সহায়ক হবে। এখানে মা ও শিশু উভয়ের জন্য প্রয়োজনীয় সুবিধা যেমন: স্যানিটাইজড পরিবেশ, আরামদায়ক চেয়ার, পানির ব্যবস্থা, ডায়াপার পরিবর্তনের স্থান ইত্যাদি থাকবে। এটি মায়েদের কর্মস্থলে এসে তাদের সন্তানদের বুকের দুধ খাওয়ানোর জন্য একটি উপযুক্ত স্থান সরবরাহ করবে।
এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রমুখ।