
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়”, ঈদ যাত্রা মানুষের রাস্তায় যাতায়াত নির্বিঘ্নে, নিরাপদে এ শ্লোগান নিয়ে, সিরাজগঞ্জে সচেতনামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কার্যক্রম করা হয়। নিরাপদ সড়ক চাই সিরাজগঞ্জ জেলা শাখা’র উদ্যোগে,
শনিবার (৫ এপ্রিল-২০২৫ খ্রিঃ) সকাল হতে দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ কড্ডামোড় মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কার্যক্রম নেতৃত্ব দেন, নিরাপদ সড়ক সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, রাজশাহী ও রংপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত অ্যাডঃ তৌফিক আহসান টিটু। এসময়ে মহাসড়কে দায়িত্ব পালন করেন, নিরাপদ সড়ক চাই সিরাজগঞ্জ জেলা শাখা’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল ইসলাম, আহবায়ক সৈয়দ নতুন শিরাজী, যুগ্ন-আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, সদস্য সচিব আবু লায়েস উজ্জ্বল, সদস্য শুকুর মাহমুদ, আলাল হোসেন, শরীফ হোসেন, শামীম হোসেন, মনিজা খাতুন, মুক্তা খাতুন, আব্দুল মান্নান, এ.কে সবুজ , শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি এ,কে, এম রবিন সহ অন্যান্যরা সচেতনামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কার্যক্রম করেন। এতে সড়কে চলাচল অনেকটা যানজট মুক্ত পরিবেশ গাড়ি চলাচল করে। ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, গাড়ি চালক, পথচারী এবং যাত্রীরা সচেতন হন।