1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন
শিরবাম:
রাণীশংকৈলে আমন ধানের বাম্পার ফলন ঘরে তুলতে ব্যাস্ত সময় পার করছেন কৃষকেরা লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল গ্রেপ্তার সিরাজগঞ্জে মাশরুমের গুরুত্ব ও উৎপাদন কৌশল বিষয়ক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত  কোডেকের উ‌দ্যোগে কৃষি উপকরণ বিতরণ রতনকান্দি ও বাগবাটি ইউপিতে সঠিকভাবে খাদ্যবান্ধব চাল বিতরণ জন্য পরিদর্শন করেন,জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা  রাণীশংকৈলে রাস্তা সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন  ২ নং গাজীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন কতৃক আলোচনা সভা। শ্রীপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগমের অপসারণের দাবিতে বিএনপি ও জনতার অবস্থান কর্মসূচি। কালীগঞ্জে ছেলের শোকে মায়ের মৃত্যু, বড়বোন হাসপাতালে রাজধানীর কদমতলীতে দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে বিপর্যস্ত মানুষ

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ ধরায় সাত জেলে আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৪৯ Time View

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

 

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় সাত জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। তার সাথে জব্দ করা হয়েছে ৮’শ মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি নৌকা।

 

রোববার (২৭ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশ নেওয়া লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন।

 

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২দিন লক্ষ্মীপুর জেলার রামগতি থেকে চাঁদপুরের ১’শ কিলোমিটার এলাকায় পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২ বছরের সর্বোচ্চ কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান আছে।

 

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন আরও জানান, লক্ষ্মীপুর মেঘনায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

আটককৃত জেলেরা হলেন, মো. হাবিব মিয়া (৩৫), নজরুল ইসলাম (৩০), মাসুদ ব্যাপারী (৪০), মিন্টু মিয়া (৩৫), জাফর মাঝি (৩০), ফিরোজ আলম (৩০) ও সোহেল মিয়া (২৫)। তারা রিশাল কালীগঞ্জ এলাকার বাসিন্দা।

 

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, নিষেধাজ্ঞার ১৫ দিনে মেঘনা থেকে এ পর্যন্ত ৪৭ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১২ জনকে অর্থদণ্ড ও ৩৫ জনকে জেল দেওয়া হয়েছে।

 

এছাড়াও দশ লাখ মিটার কারেন্ট জাল ও ১৮টি নৌকা জব্দ

করা হয়।

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews