1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
  2. naiknajmul@gmail.com : Najmul Hossain : Najmul Hossain
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
শিরবাম:
রায়পুরে যৌথবাহিনীর অভিযানে মাদক ও ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে সাঈদ আল নোমান সাউদার্ন মেডিকেল কলেজে চিকিৎসক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত উত্তরায় রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন আব্দুস সালাম কক্সবাজারে এক মার্কিন নারীকে হেনস্তার দায়ে এক যুবক আটক কক্সবাজারে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ দেশবাসীকে  নিরাপদে থাকার বার্তা দিলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ  বাগেরহাটে শিক্ষকদের সম্মানে বিএনপি নেতার ইফতার মাহফিল ইসলাম ধর্মের আত্মত্যাগের মাস রমজান

পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদেক :
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীর মুরাদপুর এলাকায় পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দল।

সোমবার (১০ মার্চ) পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি এর সভাপতিত্বে ও সদস্য সচিব মহিউদ্দিন রুবেল এর সঞ্চালনায় ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল হাই, মোঃ হাসান, ইঞ্জিনিয়ার শিমুল, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-পরিবার সম্পাদক জাকির হোসেন মিশু, সদস্য খাজা স্বপন, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল কবির পলাশ, হাসান রশিদ হাসান, মেরাজ উদ্দিন, সদস্য আজাদুল হক চৌধুরী, আব্দুল কাদের, রুবেল, সৌরভ, ফরহাদ, সেলিম সহ নেতৃবৃন্দ।

ইফতার বিতরণ পূর্ববর্তী সময়ে সমাবেত মানুষের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস। এই মাসে সমগ্র মুসলিম উম্মাহ পরম করুনাময় আল্লাহর সন্তুষ্টিতে ইবাদত বন্দেগী করেন। এই মাসে সাধারণ মানুষ পরম করুনাময় আল্লাহর সন্তুষ্টিতে ইবাদত বন্দেগী করেন। সারাদিন রোজা রেখে সামর্থ্যবান মানুষেরা ভাল মানের ইফতার গ্রহণ করতে পারলেও সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম মানুষেরা নানা কষ্টে থাকেন। যদিও লোকলজ্জার ভয়ে কেউ হয়তো তা প্রকাশ করেন না। আমরা আমাদের নেতা তারেক রহমান এর নির্দেশে মাসব্যাপী আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। বিএনপি জন্মলগ্ন থেকেই গণমানুষের দল। আমাদের নেতা  হাজারো মাইল দূরে থাকলেও তাঁর চিন্তা এই দেশের জনগণের জন্য। মাহে রমজানে বিএনপির অভিভাবক আমাদের মানবিক নেতা তারেক রহমান এর নির্দেশনায় এই পুরো মাসব্যাপী আমাদের ইফতার ও সেহরি বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করতে হবে। সুখে দুখে জনগণের পাশে দাঁড়াতে হবে। গত ১৭ বছরে স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। তাই পবিত্র মাহে রমজানে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির দায়িত্ব।

এ সময় নেতৃবৃন্দ সকলের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতার দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews