ঢাকা, ১৭ এপ্রিল: পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও বাণিজ্য সম্ভাবনা অনুসন্ধানের লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “কিছু বাধা রয়েছে, কিন্তু আমাদের এগিয়ে যেতে হলে সেই বাধা অতিক্রমের উপায় খুঁজে বের করতে হবে।”
দীর্ঘ ১৫ বছর পর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক, যেখানে আমনা বালুচ নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তান প্রতিনিধি দলকে।
সাক্ষাতে আমনা বালুচ বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্ভাবনাগুলো কাজে লাগাতে হবে। আমরা বারবার সুযোগ হারাতে পারি না।”
তিনি দুই দেশের বেসরকারি খাতের মধ্যে নিয়মিত ব্যবসায়িক যোগাযোগ ও সফর বিনিময়ের প্রয়োজনীয়তার কথাও বলেন।
জানুয়ারি মাসে পাকিস্তানের ব্যবসায়ী সংগঠন FPCCI-এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে এবং FBCCI-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের আসন্ন সফর সম্পর্কে আশাবাদ জানিয়ে আমনা বালুচ বলেন, এটি দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক হবে।
প্রধান উপদেষ্টা জানান, তিনি সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিশেষ করে সার্ক কাঠামোর আওতায় সম্পর্ক জোরদারের পক্ষপাতী।
তিনি আরও বলেন, “আমরা একে অপরকে বহুদিন মিস করেছি। সম্পর্ক হিমায়িত ছিল, এখন সময় এসেছে সেই বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার।”
জাতিসংঘ সাধারণ পরিষদ ও ডি-৮ সম্মেলনে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে তাঁর বৈঠককে তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।