সাইফুল ইসলাম জয়ঃ পাবনার সাঁথিয়ায় অভিযান চালিয়ে উপজেলার গাগড়াখালি গ্রাম থেকে প্রায় ১০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করাসহ ৫০ হাজার টাকা জরিমানা।
বৃহস্পতিবার (২৪শে অক্টোবর ২০২৪ ইং) পাবনার সাঁথিয়ায় জব্দ করা কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাতুল হক।
মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ণ ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ মোতাবেক ভ্রাম্যমান আদালতে সরকারি নিষেধ অমান্যকারী অপরাধীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে সংশ্লিষ্ট প্রশাসন জানতে পারে পাবনার সাঁথিয়া পৌরসভার গাগড়াখালি মহল্লায় একটি পিকাপভ্যানে নিষিদ্ধ কারেন্ট জাল বিভিন্ন দোকানে ও মৎস্যজীবীদের কাছে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ সময় সাঁথিয়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে থাকা নাসির উদ্দিন অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। এরপর পিকাপভ্যানের মালিক আলামিন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাতুল হক গণমাধ্যমকে বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ এর (খ) এবং ১৫ (৪) ধারায় অপরাধীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট প্রশাসন জানান।