সকালের বাংলা ডেস্ক: ঢাকা, ১০ এপ্রিল, ২০২৫।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে আরোপিত ৩৭ শতাংশ পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার দিবাগত রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
পোস্টটিতে মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টকে মেনশন করে অধ্যাপক ইউনূস বলেন, “আমাদের অনুরোধে ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করায় প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ। আপনার বাণিজ্যিক লক্ষ্য বাস্তবায়নে আমরা আগের মতোই আপনার প্রশাসনের সঙ্গে কাজ করে যেতে চাই।”
এর আগে বুধবার রাতে যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক ঘোষণায় জানান, বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত থাকবে। তবে এই সময়ের মধ্যে ন্যূনতম ১০ শতাংশ হারে শুল্ক কার্যকর থাকবে। পাশাপাশি চীনের পণ্যের ওপর শুল্ক ১২৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথাও জানান তিনি।
জানা যায়, গত সোমবার অধ্যাপক ইউনূস এক চিঠির মাধ্যমে ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করেন। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক সাময়িকভাবে স্থগিত করার অনুরোধ জানান। একই সঙ্গে বাংলাদেশে আমদানি হওয়া গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসাসামগ্রীর মতো মার্কিন পণ্যের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্ক কমানোর কথাও তুলে ধরেন।
চিঠিতে অধ্যাপক ইউনূস বলেন, “আমরা আমাদের পরিকল্পনার আলোকে আগামী প্রান্তিকে কাজ সম্পন্ন করব। এসব কার্যক্রম বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শমূলক সভার প্রয়োজন রয়েছে। এজন্য শুল্ক কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানাচ্ছি।”
অধ্যাপক ইউনূসের এই কূটনৈতিক প্রচেষ্টা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।